/> সময়ের মূল্য,মানুষের জীবনে সময়ের মূল্য, সময় এবং সম্পর্ক,

Header Ads Widget

সময়ের মূল্য,মানুষের জীবনে সময়ের মূল্য, সময় এবং সম্পর্ক,

 সময়ের মূল্য,মানুষের জীবনে সময়ের মূল্য,  সময় এবং সম্পর্ক,


সময়ের মূল্য নিয়ে গল্প,

সময় নিয়ে গল্প,

সময়ের দাম,

সময়ের মূল্য কেউ বুঝেনা,

সময়ের মূল্য বুঝার উপায়,কৌশল,

সময় ও নদী মধ্যে পাথক,







সময় কি আমরা তা বুঝি না,আসলে এই সময়ের যে মুল্য কতটা তা শুধু সময় চলে গেলেই বুঝতে পারি। আমরা সব থেকে বেশি অবহেলা করি/////////

/এই সময়টাকে, যে কোনো কাজ আমরা সময় মত করি না।কিন্তু আমরা এইটা বুঝি না/////////

এই সময়টা আমারা কখনও কোনো কিছুর বিনিময়ে পাবো না।


সময় কখনোই কারো জন্য থেমে থাকে না,সময় কারো কথা মতো ও চলে না এইটা ওর ইচ্ছে মতো বয়েই চলেছে ঠিক নদীর স্রোতের মতো।


আমারা সব সময় একটা ভুল বেশি করে থাকি তা হলো সময়ের কাজ সময়ে না করে তা পরবতির জন্য ফেলে রাখি।আসলে সময়ের মুল্য তখনি আমরা বুঝতে পারি, যখন আমাদের কাছে সময় থাকে না।


যেমন আমরা ছাত্র ছাত্রীরা এই ভুল গুলো বেশি করি,আজ এই বইটা পরবো না এই টা কঠিন কাল পড়বো।  আবার কালকে এসে বলিএই বইটা আজ ও পড়বো না। কঠিন বইটা পড়তে একটু ও ভালো লাগে না।এই ভাবেই ঠিক পরিক্ষার সময় হয়ে যায়,/////////

পরিক্ষার দিন পরিক্ষার হলে বসে কাদি আর বলি কেনো যে পড়লাম না বইটা, সবাই পাড়ে আমি যে কেনো পাড়ি না।


আসলে সবাই চেষ্টা করেছে এবং সবাই বইটা পরেছে আমি পড়িনি বলে আমি পরিক্ষায় খারাপ করলাম।বাড়িতে গিয়ে এই বইটাই বেশী বেশি পড়বো। সময়ের মুল্যটা আমরা সময় চলে গেলেই বুঝতে পারি। সময় থাকতে সময়ের মুল্য দিতে চাই না অবহেলা করি।




সময় আমার জন্য কখনোই থেমে থাকবে না, যতো বাধাই আসুক না কেনো সময় ওর ইচ্ছে মতো ও বয়ে চলেই যাবে। তাই আমাদের সকলকে সময়ের কাজ সময়ে শেষ করে নিতে হবে। আর সময়টাকে মুল্য দিতে হবে, কোনো কিছু অবহেলা করা ভালো না, যে জিনিস অবহেলা করবে সে জিনিসের গুরুত্ব বুঝা যায় না/////////তাই সময়কে অবহেলা করো না। সময়ের গুরুত্ব আর মুল্য যে কতোটা তা সময় থাকতে বুঝা যায় না আর এই সময়টাকে কোনো কিছুর বিনিময়ে ও ফিরে পাবে না।


কোটি টাকার বিনিময়ে ও সময়কে থামাতে পারবে না।  তাই সময়কে মুল্য দিয়ে সময়ের গুরুত্ব  বুঝে সব কাজ সময় থাকতে করে নেওয়া দরকার।

Post a Comment

0 Comments