🖤ভালোবাসার নিমন্ত্রণ, ভালোবাসার অপেক্ষা, শ্রেষ্ঠ প্রেম পত্র,🖤
প্রপোজ করার রোমান্টিক চিঠি,
মিষ্টি প্রেমের চিঠি,
প্রেমের চিঠি লেখার নিয়ম,
মনের মানুষের/////////
//////কাছে চিঠি,
ভালোবাসা শুধু তোমার জন্য,
ভালোবাসার কিছু কথা শুধু তোমার জন্য,
![]() |
Md Rasel khan |
হৃদয়ে এই বুঝি বাজিল প্রেমের তরঙ্গ
ভালোবাসার/////////
//////নিমন্ত্রণ জানিয়ে রাখি আজ
এই মধুর লগ্নের নেই কোনো অবসান
কাটুক আবেগের কৌতুহলে সময়।।
![]() |
Md Rasel khan |
অপেক্ষা নিয়ে রোমান্টিক কবিতা,
হয়তো তোমার জন্য ব্যাকুলতাটা
একদিন ফুরিয়ে যাবে আমার
অশ্রুসিক্ত দুচোখের প্রতীক্ষায়
তবুও রইলাম তোমার জন্য অপেক্ষায়।।
অপেক্ষা গল্প,
মন পাঁজরে রাখবো পুষে ভালোবাসা
জানি উদাসিনতায় তোমার নিকটে আসা
একটিবার ছুঁয়ে দেখো প্রাণভোমরা
স্বপ্ন গুলো সত্যি হবে ভাঙ্গবে নিরবতা।।
অপেক্ষা নিয়ে মেসেজ,
আমার মনের মাঝে জমে থাকা
রাগ অনুরাগ আর দীর্ঘশ্বাস গুলো
তোমার ছোঁয়ায় পরিনত হবে নিশ্বাসে
যদি তুমি ভালোবাসো আমাকে।।
ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা,
তোমাকে কাছে পাবার ইচ্ছা জানিয়ে
নিজেকে/////////
//////তৈরি করেছি অন্যভাবে
জানি তুমি আমার অস্থিরতা
আমার হৃদয়ে জমানো আবেগের ব্যাকুলতা।
ভালোবাসার মানুষের জন্য কিছু কথা,
তাইতো মনের হাজার বারোণ উপেক্ষা করে
এসেছি তোমার গল্পের প্রিয় চরিত্র হতে
আর কতটা কাছে আসলে বলো
তোমার হৃদয় নামক যন্ত্রটাকে ছোঁয়া যাবে
কতোটা ভালোবাসলে বলো তোমায় পাওয়া যাবে
মুখে নয় ঘাড় ঘুরিয়ে চোখের ইশারায়
জানিয়ে দিও সে ভালোবাসার নিমন্ত্রণ।
0 Comments