/> প্রেম আর ভালোবাসার মধ‍্যে পার্থক্য |কিভাবে বুঝবেন প্রেম নাকি ভালোবাসা হয়েছে

Header Ads Widget

প্রেম আর ভালোবাসার মধ‍্যে পার্থক্য |কিভাবে বুঝবেন প্রেম নাকি ভালোবাসা হয়েছে



প্রেম আর ভালোবাসার  মধ‍্যে পার্থক্য ◆
∆কিভাবে  বুঝবেন প্রেম নাকি ভালোবাসা  হয়েছে, 





ভালোবাসা  আর প্রেমের মধ‍্যে পার্থক্য কী? আমাদের  মধ‍্যে প্রায় নব্বই শতাংশ  মানুষ  রয়েছে  যারা এই বিষয়টি  সম্পর্কে  ভালোভাবে  জানেননা।যদিও আমাদের  মধ‍্যে নিরানব্বই শতাংশ  মানুষই নিজেদের পছন্দের  মানুষের  সঙ্গে  প্রেম, ভালোবাসা  করে থাকেন।মানুষ যে কাউকে আর যেকোনো  জিনিসকেই মুহূর্তেই পছন্দ  করে ফেলে।এক পর্যায়ে তাদের ভালোলাগাটা প্রেমে পরিণত  হয়।


ভালোবাসার মধ্যে কি আছে,


 আমরা সবাই  ভালোবাসা  আর প্রেম দুটি বিষয়কে একই মনে করে থাকি।যদিও এই দুটি শব্দকে এক মনে হলেও,  এই দুটি শব্দের  শাব্দিক অর্থ বা উদ্দেশ্য  কিন্তু  এক নয়।ভালোবাসা হলো এমন  একটি  সম্পর্কো যা আপনাকে  বাস্তবতা  শিখাবে এবং  বাস্তবতা  কি তা আপনাকে  জানিয়ে  দেবে।ভালোবাসা আপনাকে  দায়িত্ব  ও কর্তব্য  পালন করা শিখাবে।অপরদিকে প্রেম আপনাকে  স্বপ্ন দেখাবে।হতে পারে  সেটি মিথ্যা  স্বপ্ন। আকাশের  তারা গুণাবে, মেঘের খেয়াল  নেওয়া  শেখাবে, অহেতুক  চিন্তা করতে শেখাবে, আর প্রতিনিয়ত আপনাকে  মিথ্যা  আবেগের

 সঙ্গে ভাসাতে থাকবে।প্রেম পলকেই হয়ে যায়।কারো চেহারা  দেখে আবার  কারো কণ্ঠ শুনেও হয়ে যেতে  পারে।

 

প্রেম ভালবাসা,


কিন্তু ভালোবাসা এতো সহজে হয়না। কঠোর পরিশ্রম  আর ত‍্যাগের পরেই যে ফলটি আমাদের  মধ‍্যে আসে, সেটিই  হচ্ছে  ভালোবাসা।ভালোবাসা যত দেরিতে  আসে, ততোই তা অমর হয়ে  থাকে। দিন দিন মায়া আরো  বাড়তে থাকে।কখনো কমে যায় না।চলে আসে সীমাহীন  অনুভূতি। আর প্রেম সেতো গ্রীষ্মের  ছোঁয়ায়  শীতকালের বাতাসের মতো নিজেই নিজের  পথ বদলাতে  থাকে।প্রেমে থাকে  হাজারো  অহংকার।যা একটি  ভালোবাসাতে কখনোই  থাকেনা।



ভালোবাসা কি জিনিস,






দুইজনের মধ‍্যে সম্পর্কো যতদিন না প্রেম থেকে  ভালোবাসাতে পরিনত হচ্ছে,ততোদিনই একজন  অন‍্যজনের থেকে  স্বার্থ খুঁজতে থাকবে।তাই আমরা আমাদের  সম্পর্কোটাকে ভালোবাসায় আবদ্ধ করে রাখবো, প্রেমে নয়।কারন প্রেমে থাকে স্বার্থ,  আর ভালোবাসায় থাকে  একে অপরের প্রতি দায়িত্ব ও কর্তব্য 

 পালনের  ইচ্ছা।  একসঙ্গে দুঃখে  কাঁদা আর সুখে হাসা।আর সাহস  যোগানোর অনুভূতি। অন‍্যের সুখের জন‍্য নিজের  সুখকে তুচ্ছ করার ক্ষমতা।

যেমন -একটা মেয়ে আছে যার শরীরের  গন্ধ তোমার  ভালো  লাগে,এটা হচ্ছে  প্রেম।ঠিক আরেকটা মেয়ে আছে যাকে তুমি  অনূভব  কর।তাকে ভালোলাগার  জন‍্য তার  উপস্থিতি কিংবা শরীরের  গন্ধ লাগেনা।এটা হচ্ছে  ভালোবাসা।



ভালোবাসা,



কোন একটা মেয়ে আছে যার সঙ্গে  ঘুরলে তুমি  আনন্দ  পাও।আরো একটা মেয়ে আছে, যার কথা ভাবলেই তুমি  আনন্দ  পাও।প্রথমজন হচ্ছে  তোমার  প্রেমিকা।আর দ্বিতীয়জন হচ্ছে  তোমার  সেই ভালোবাসার  মানুষটা।

তোমার  বন্ধুমহলে একটা  মেয়ে আছে, যার গা ঘেসে বসবার জন‍্য তুমি  অস্থির থাকো।এই মেয়েটি হচ্ছে  তোমার  কামনার বস্তু।একইভাবে তোমার  মস্তিষ্কের  অন্দরমহলে একটি মেয়ে থাকে।যার গা ঘেসে বসবার জন‍্য তুমি  অস্থির না।কিন্তু তার  অনুপস্থিতির জন‍্য তুমি  অস্থির থাকো।তার সাথে কথা বলার জন‍্য তুমি  অস্থির থাকো।এই  মেয়েটিই  হচ্ছে  তোমার ভালোবাসার  মানুষ।



আসল ভালোবাসা,





একটা মেয়ের নোটস দেখার জন‍্য তুমি  সবসময়  অপেক্ষা  করো।আরো একটা মেয়ে আছে, যার নোটসের কথা তোমার  মাথাতেও আসেনা।চাইলেও আনতে পারো না। প্রথমজন হচ্ছে  তোমার  প্রেমিকা।আর দ্বিতীয়জন তোমার  ভালোবাসা।একটা মেয়ের সঙ্গে  ঘণ্টার পর ঘণ্টা ফোনে মজা নেওয়ার পরও তুমি  কথা বন্ধ  হবার  পর আর তার  কথা মনেই করনা।সবকিছুই ফোনেতে কথাবার্তা হওয়া  পযর্ন্ত ই শেষ।কিন্তু এমন একজন  মানুষের  অস্তিত্ব  তোমার  জীবনে  আছে  যার সঙ্গে  কথা না বললেও সবসময়  তুমি  তার  কথা ভাবতে থাকো।




ভালোবাসা নিয়ে উক্তি,




প্রথমজন তোমার  সময়  কাটানোর প্রেমিকা।আর দ্বিতীয়জন তোমার  ভালোবাসার  মানুষ।কোন মেয়ে তোমার সঙ্গে  ইগো দেখালে তুমি ও তার  সঙ্গে  সমানতালে ইগো দেখাতে চাও।কিন্তু তোমার  জীবনে  এমন একজন  আছে, যার শত অবহেলাতেও তুমি  তার  সঙ্গে  ইগো দেখাতে পারোনা।তার অবহেলাতে তুমি  কষ্ট  পাও।ভীষণ কষ্ট।প্রথমজন তোমার  প্রেমিকা।আর বিপরীতজন তোমার  ভালোবাসার মানুষ।



ভালোবাসা কাকে বলে,



প্রেম আর ভালোবাসার  সংজ্ঞা  দিতে  গিয়ে  , এর পার্থক্যটা  অনেকটা এমনভাবে  বোঝানো যায়।শারীরিক আকর্ষণ কেটে যাবার পরও যদি তোমার  কোন মানুষের  সঙ্গে  আজীবন  থাকতে ইচ্ছে  করে, তবে সেটাই হচ্ছে  প্রকৃত ভালোবাসা।আর যদি এরকম  ইচ্ছে  নাই আসে, তবে ব‍্যাপারটা ছিল  নিছকই  প্রেম।সবচেয়ে মজার  ব‍্যাপার হচ্ছে, দুনিয়ার  বেশিরভাগ  মানুষ  প্রেমকে ভালোবাসা  বলে চালিয়ে  দেয়।





প্রকৃতি ভালোবাসা কি,




প্রেম করতে করতে তারা  একসময়  ভালোবাসাটাকেই ভুলে  যায়।হঠাৎ বুঝতে পারে যখন  আচমকা তাদের  ভালোবাসার  মানুষের  সঙ্গে  দেখা হয়ে যায় অপরিকল্পিতভাবে।এই জন‍্যই দেখা  যায়,  অনেকগুলো  প্রেম করে সময়  কাটানো মেয়েটাও কারো না কারো জন‍্য নির্জনে  কেঁদে কেঁদে অস্থির হয়ে যায়।সারাদিন অনলাইনে  প্রেম করতে থাকা  ছেলেরাও একসময়  ক্লান্ত হয়ে  ক্ষান্ত  দেয় ইনবক্সের  নোংরা  প্রেমালাপে।ভাবতে থাকে  মাথার  ভেতর ঘুরতে থাকা  মেয়েটাকে।তার ভালোবাসার  মানুষটাকে। ব‍্যাপার হচ্ছে  শারীরিক  আকর্ষণ অনেকের প্রতিই থাকতে পারে।কিন্তু মনের টানটা না থাকে  শুধুমাত্র  একজনের প্রতি।সেই একজনই হচ্ছে  তোমার  ভালোবাসার  মানুষ। আর বাকিরা হচ্ছে  প্রেমিক বা প্রেমিকা।



ভালোবাসা পরীক্ষা করার উপায়,



কিন্তু  অনেকের সঙ্গে  প্রেম চালিয়ে  যাওয়া  ছেলেটা কখন যে নিজের  অজান্তেই  নিজের  ভালোবাসাটাকে কবর দিয়ে  ফেলে তা সে নিজেও টের পায়না।যখন জানে তখন  আর কিছু  করার থাকেনা।কারন ইতোমধ্যে  সে হয়ে গিয়েছে  একটি অনুভূতিহীন রক্তমাংসের রোবট। এটা ছেলে মেয়ে উভয়ের  ক্ষেত্রেই হতে পারে।সৃষ্টিকর্তা এদের  কপাল থেকে  চার অক্ষরের "ভালোবাসা" শব্দটা তুলে নেন, সেই জায়গায় লিখে দেন দুই অক্ষরের "প্রেম"। এই কারনেই যার প্রেম হয়, তার  শুধুই প্রেম হয়।



সত্য প্রেম,





 একটার পর একটা চলতেই থাকে।প্রেম বা রিলেশনশীপ স্বার্থ দেখেই হয়। আর ভালোবাসা  কখনোই স্বার্থ  বিচার করে হয়না।সেটা অজান্তেই  হয়ে যায়।তাই প্রেম আর ভালোবাসা  সবসময়  এক হতে পারেনা।তবুও আসলে একটা কথা থেকেই  যায়, প্রেম আর ভালোবাসা  একে অপরের পরিপূরক।তবে সেটা শুধুমাত্র  একজন  মানুষের  উপর হওয়া  উচিত।নতুবা ভালোবাসার  মর্যাদাটাই থাকেনা।তাছাড়া প্রেম ও ভালোবাসার  সংজ্ঞা বা পার্থক্য  অপূর্ণই থেকে  যায়।তবুও চায় ভালো  থাকুক ভালোবাসা।প্রেম যেন ভালোবাসাকে  ঘিরেই  হয়।

Post a Comment

0 Comments