/> খারাপ বন্ধু নিয়ে স্ট্যাটাস,বেইমান বন্ধু নিয়ে স্ট্যাটাস।

Header Ads Widget

খারাপ বন্ধু নিয়ে স্ট্যাটাস,বেইমান বন্ধু নিয়ে স্ট্যাটাস।


বুল মানুষ এর সাথে বন্ধত্ব


বাস্তব জীবনে আমাদের অনেক সময় অনেক মানুষ এর সাথে মিশতে হয়।মানুষ কখন ও একা একা থাকতে বা চলতে ফিরতে পারে না।আমরা সবাই কার ও না কার ও আপন জন বা দুরের কেউ।এক সাথে লেখাপড়া করি,এক সঙ্গে চলাফেরা করি তাদের কেই আমরা বন্ধু বলে দাবি করি।////// //

https://ojananews12.blogspot.com/2022/09/Bulmanuser sathe bon ditto manuser vebhar.html
Md Rasel khan



/// //// আমরা সব সময় অনেক মানুষ অনেক টাইম এক সাথে সুময় কাটিয়ে থাকি এবং তাদের কেই আমরা বন্ধু বা ভাই বলে থাকি।এমন চিনতা ভাবনা করাটা পুরটায় হচ্ছে একটা ভুল ধারণা।আমরা সব সময়   ঝাদের সাথে চলাফেরা করি তারা সবাই আমাদের প্রকিৃত বন্ধু নয়।


আমরা আমােদর মধ্যে অনেক বন্ধু,ভাই,বা কারও খুব আপন জন থাকে,কিন্তু তারা সবাই আমাদের আপন জন নয়।আমাদের সঙ্গে চলাফেরা করে দেখা জায় এমন অনেক মানুষ আসে,এক জন আরেক জন এর ভাল দেখতে পারিনা,এমন অনেক মানুষ আসে তাদের চিন্তা ভাবনা শুধু অন্য কে ক্ষতি করার। কেউ যদি উপরে উঠতে চায় তখন ই ঐই বন্ধু নামক শত্রু এসে তাকে টেনে হিছরে নিচে নামাতে চায়।


https://ojananews12.blogspot.com/2022/09/Bulmanuser sathe bon ditto manuser vebhar.html


এ রকম বন্ধু নামক শত্রুর কাছে  থেকে সব সময় দুরে থাকতে হবে।সবার সাথে বন্ধুত্ব করা যাবে না,বন্ধুত্ব করার আগে, আপনি কার সাথে বন্ধুত্ব করতেছেন সে কেমন তার ব্যবহার চরিএ কেমন এগুলা চিনতা ভাবনা করে বন্ধুত্ব করবেন।তা না হয় এই বন্ধু নামক শত্রু আপনার শুধু ক্ষতি ই করে যাবে, তার ধারা আপনার কখনই কোনো কিছু ভাল হবে না।আশা করি আমার কথা বুঝতে পারছেন।





মানুষ এর ব্যবহার


https://ojananews12.blogspot.com/2022/09/Bulmanuser sathe bon ditto manuser vebhar.html



////// ////// আল্লাহর সৃষ্টির সেরা জীব মানুষ। আল্লাহ অনেক জীব সৃষ্টি করেছেন, মানুষ এর আচার-আচরণ,জ্ঞান, আবেগ বিবেগ মানুষ তারা নিজেরাই নিজেদের সব ঠিক বা ভুল বুঝার ক্ষমতা দিয়েছেন। মানুষ পারেনা এই দুনিয়ায় এমন কোনো কাজ ই নাই।


আমরা অনেক মানুষ এক সাথে বা একটি সমাজ বদ্ধ এলাকা হিসেবে বসবাস করে থাকি।কিন্তু আমাদের সবার ব্যবহার এক নয়।একেক জনের ব্যবহার একেক রকম।আমরা অনেক মানুষ এক সাথে বসবাস করে থাকি। সবার ব্যবহার এক নয়,ভাই- ভাই এর সাথে খারাপ ব্যবহার করে।ভাই বোনের সাথে খারাপ ব্যবহার করে। ছেলে মা এর সাথে খারাপ ব্যবহার করে থাকে। 


///// ////// স্বামী স্ত্রী এর সাথে খারাপ ব্যবহার করে থাকে আরও অনেক মানুষ আসে তাদের খারাপ ব্যবহার করতে অনেক ভালো  লেগে থাকে তাদের। আসলে কারও উচিত না কারও সঙ্গে খারাপ ব্যবহার করা। 


https://ojananews12.blogspot.com/2022/09/Bulmanuser sathe bon ditto manuser vebhar.html


আমরা সবাই সবার মা,বাবা,ভাই,বোন,আত্মীয় সজন কাছের মানুষ হয়ে থাকি।কার কখন কাকে কোন সময় দরকার হবে তার পাশে কে এসে দারাবে,তা কেও আগে থেকে ঠিক করে রাখতে পারে না।আমাদের সবার ই উচিত সবার সাথে ভাল সম্পর্ক রাখা।জানি বিপদে পড়লে কার ও সাহায্য পেতে পারি।আজকে আপনি যদি কাওকে খুব আপন ভাই বা খূব কাছের মানুষ ভেবে থাকেন তাহলে এটা হচ্ছে আপনার বড় একটি ভুল ধারণা।


 আর সত্যি কথা বলেত আপনার আপন জন রাই,আপনার ক্ষতি করতে চাই। ঠিক জেন দুধ কলা দিয়ে কাল সাপ পোষ করার মত।মানুষ এর সাথে খারাপ ব্যবহার করা এটি একটি পাপ কাজ।যে যত বেশি ভালো ব্যবহার করবে তার জন্য ততোই ভালো। শুধু অনের জন্য না,নিজের জন্য ও ভালো। মানুষের সাথে ভাল সম্পর্ক রাখা বা মানুষের সাথে ভাল ব্যবহার করা।সবার সাথে ভালো ভাবে কথা বলা।বেয়াদবি না করা।যে মানুষ এর সাথে ভাল সম্পর্ক রাখে তাকে মানুষ এমনিও অনেক ভালবাসে। 

 

https://ojananews12.blogspot.com/2022/09/Bulmanuser sathe bon ditto manuser vebhar.html


তাই আমরা আমাদের আপন জন কাছের মানুষ মা,বাবা,ভাই, বোন, চাচা, চাচি,কাকা,কাকি,ফুবা,ফুবি ইত্যাদি সাবার সাথে ই সব সময় ভালো ব্যবহার করতে হবে।যেন আমার কোনো কাজ বা কোনো কথায় কার মনে জানি কোনো কষ্ট পেয়ে না থাকে। সবার সাথে সবার ভালো ব্যবহার করা ই উওম



Post a Comment

0 Comments