/> জীবনের সফলতা।জীবনে সফলতা অর্জনের উক্তি

Header Ads Widget

জীবনের সফলতা।জীবনে সফলতা অর্জনের উক্তি

জীবনের সফলতা।জীবনে সফলতা অর্জনের উক্তি



জীবনের সফলতা।জীবনে সফলতা অর্জনের উক্তি


সফল






জীবনের সফলতা।জীবনে সফলতা অর্জনের উক্তি


সফলতার তার বিপরীতে রয়েছে বের থোঁতা, বের থোঁতা বলতে আমরা বুঝি নেতিবাচক বা কিছু ভুল কাজের পূর্ণ আবরিতি বের থোঁতা কে অতিক্রম করেই, জীবনে সফলতা অর্জন করতে হয়।সফলতা অর্জন করতে হলে আমাদের করতে হবে কঠোর পরিশ্রম ও ধরতে হবে ধৈর্য, পৃথিবীরতে এমন কোনো সফল ব্যক্তি নেই যাকে বের থোঁতা আঝ করেনি, বের থোঁতা হচ্ছে সফলতার যাত্রা পথের একটু বিরোতি মাত্র। 


জীবনের সফলতা।জীবনে সফলতা অর্জনের উক্তি,





আসুন আমরা কিছু বিষয়ে প্রতি গুরুত্ব দেই যাতে সফল হই ইনশাল্লাহ। 
*চিন্তা,
*প্রস্তাতি,
*চেষ্টা, 
*সময়,
*মেধা,
* ধৈর্য,
*পরিকল্পনা ও
*কাজ
এই চাবিকাঠি গুলোর মাধ্যমে আপনি জীবনে সফল হতে পারেন খুব সহজে




১ঃ চিন্তাসক্তি মানুষের মনে আনতে পারে এক গবির অলৌকিক শক্তি, যে সৎ চিন্তা করে কুসুলতা,তাকে ইশপরসো করতে পারেনা।




শিক্ষা ছাড়া চিন্তা বিপদ জোনক,

মহত চিন্তা যার সঙ্গি সে কখনোই বেরথোঁ হতে পারে না।

ভালো একটা চিন্তা করলে আল্লাহ পথ দেখাবেই।



২ঃ নেপোলিয়ন নেপোলিয়ন পাহারে বসে চিন্তা করেই সফল হয়ে ছিলেন। কলমবাজ আবিস্কারে চিন্তা করেই বিকখাতো হয়েছে।জগত বিকখাতো সফল ব্যাক্তিরা কোন বিষয় নিয়ে চিন্তা করেছিলো,মূলত সপ্ন নিয়ে লক্ষ্য উদ্দেশ্য জীবনের মানোবতার সুখ  নিয়েই তারা চিন্তা করেছিলো।




৩ঃ নেপোলিয়ন প্রস্তাতি নেপোলিয়ন হলো বের থোঁতাকে শোযৈা করা তাই বলে বের থোঁতাকে মেনে নেওয়া নয়, আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে চাচ্ছি,তাহলে কেমন প্রস্তাতি দরকার 


জীবনের সফলতা।জীবনে সফলতা অর্জনের উক্তি,




প্রস্ততির দুটি ভাগ আছে যথা:-১ ভাগ বিষাস করার জন্য প্রস্তূত থাকতে হবে, ধৈয্য ধরা ও লেগে থাকতে হবে।
২/ ভাগ:শারিরিক ওমানুষিক প্রস্ততি থাকা অবশ্যক, সব সময় পজেটিভ ভাবা,নিজেকে একটিভ করা, বাধা আসবেই জেনেওতা, আমি পারবো তাই বলে মেনে নেওয়া।


৩/চেষ্টা:-চাওয়া কে পাওয়ার জন্য বেপরোয়া হয়ে লেগে থাকার নামিই হলো চেষ্টা,অথাত ব্যাথ হলেও থামা যাবে না।



৪/সময়:- সফলতার জন্য  পূর্ণ মানুষিকগতা থাকা ধরকার।অথাত আমাদের সিমা বদ্দ সময়ের মধ্যে যে টুকু সময় আছে তার পূর্ণ সময় দিতে  পূর্ণ হবে,কোনো বিষয় না বুঝলে তার তথ্যর অর্জনের  জন্য সময় ব্যয় করতে হবে। সফল হতে হলে অনেক সময় অনেক তথ্যের পিছনে সময় ব্যয় করতে হবে। জীবন গঠনের জন্য শুঅব্যাস গড়তে হবে।পরবতি ৩০ দিন যদি কঠর পরিশ্রম করি তাহলে নিশ্চিত আমি আব্যাসে পরিনিতি হবো।


My Simple Lifestyle, 


৫/মেধা:-জীবনে সফল হতে গেলে কিছু মেধা ব্যয় করতে হবে। এই মেধা বিনিয়োক করতে হবে অনেক ক্ষেত্রে যেমন:-আমাদের মাঝে ৯৫% লোক প্রতিনিয়োতো নেগেটিভ ওব্লক প্রশ্ন করতে থাকে,


৬/:-পরিকল্প কিভাবে টারগেটপূরণ করা যায় ও লখ্যও অদদেশ্য কিভাবে টারগেট করা যায় তা নিয়ে মাস্টার পেলান করা।




৭/একশোন বা কাজ :-সফলতা মানেই কাজ সফল হতে হলে: চিন্তা, পরিকল্পা,কাজ আর কাজ হলো সফলতার সাথে সরাসরি যুক্ত,কাজের মধ্য ধারা বাহিগতা জরুলি, তাহলেই সফলতা অনমুচিত হবে ইনশাল্লাহ।


তো বন্ধুরা আপনারা সফলতার জন্য কতোটা আগরোহো তা জানাবেন।
                  

                 ধন্যবাদ 


 


Post a Comment

0 Comments