/> বুল থেকে শিক্ষা নেওয়া কি ,জীবনে সফল হওয়ার যায় কি ,মানুষ কিভাবে প্রতারিত হয়,সম্পর্ক নষ্ট করা,বেইমানি করা,

Header Ads Widget

বুল থেকে শিক্ষা নেওয়া কি ,জীবনে সফল হওয়ার যায় কি ,মানুষ কিভাবে প্রতারিত হয়,সম্পর্ক নষ্ট করা,বেইমানি করা,

 


বুল থেকে শিক্ষা নেওয়া উচিত,জীবনে সফল হওয়ার গল্প,মানুষ কিভাবে প্রতারিত হয়,সম্পর্ক নষ্ট করা,বেইমানি করা,
Rasel khan



বুল থেকে শিক্ষানেওয়া উচিত,জীবনে সফল হওয়ার গল্প,


জীবনে কোনো কিছু নিয়ে আফসোস করো না, কারন যা তোমার না তা নিয়ে ভেবে সময় নষ্ট  করো না।আর তা নিয়ে মন খারাপ করে নিজেকে কষ্ট দিও না।একটা কথা মনে রাখবে যদি তোমার প্রিয় কোনো কিছু তুমি হারিয়ে ফেলো,তাহলে সেটা তোমার জন্য ভালো কিছু ছিলো না।হয়তো সেই জিনিস দারা তোমার বড় কোনো ক্ষতি হতো তাই জিনিসটা হারিয়ে গেছে। 


ওজানা কিছু,


সব সময় মনটাকে শক্ত রাখবে, মনটা শক্ত থাকলে তুমি সহজে হারবে না।বরং তুমি অন্যকে হারিয়ে নিজে জিতবে এমন আশা বাধতে হবে হবে মনে,আর যদি তুমি মনটা নরম রাখো তোমার মনেোবল হালকা থাকে তাহলে তুমি কখনো জিততে পারবে না।তোমার জিততে হলে তোমার মনে থাকতে হবে অনেক শাহস আর মনটা কখনো কারো কথায় নরম করা যাবে না মনটাকে শাক্ত করতে হবে।কেউ কখনো কারো ভালো চায় না, কেউ কারো ভালো দেখতেও পারে না।তাই নিজেকে নিজের মতো করে তৈরি করো। 


জীবনে সফল হওয়ার গল্প,


সফল হওয়ার পিছনে যেমন অবিরাম কষ্ট থাকে একটা ভালো মানুষ হতে হলেও তোমাকে অনেক পরিশ্রম করতে হবে কষ্ট আর পরিশ্রম ছাড়া কখনো কোন ব্যক্তি সফল হতে পারেনা। কারণ তুমি যদি কষ্ট না করো তাহলে তোমার সফলতা কোন দিন আসবেনা। তুমি কষ্ট করে সফল হয়েছো বলেই তোমার সফলতাকে মূল্য দিবে সবাই।যে জীনিসে কষ্ট বেশিওই জিনিসের মর্ম টাও অনেক বেশি।


ধৈর্য ধরতে হবে,


কোনো বিষয়ে হতাশ হবে না।হতাশা তোমাকে দূর্বল করে ফেলবে বরংতুমি হার থেকে শিক্ষা নাওকিভাবে তোমাকে জিততে  হবে,তুমি বার বার জিতলে  হারথেকে  জীতার কোষলটাও বুঝতে পারবে না।মাঝে মাঝে তুমাকে দূর্বল করার জন্য অনেকে অনেক কথা বলবে তাদের কথায় কান দেওয়া যাবে না।নিজেকে ভালো পজিশনে দেখতে হলে ভালো কিছু করার চেষ্টা থাকতে হবে। তোমার চেষ্টা  আর তোমার  কঠোর পরিশ্রম তোমারভাগ্যকে পরিবর্তন করতে পারবে।কেননা পরিশ্রম ছারা কেউ কোনোদিন ভালো কোনো কিছু করতে পারবে  না।। ধৈর্য ধরো ধৈর্য ধরে নিজের লক্ষে এগিয়ে যাও, একদিন তুমি ঠিক তোমার লক্ষে পৌছে যাবে। 






বুল থেকে শিক্ষা নেওয়া উচিত,জীবনে সফল হওয়ার গল্প,মানুষ কিভাবে প্রতারিত হয়,সম্পর্ক নষ্ট করা,বেইমানি করা,






মানুষ কিভাবে প্রতারিত হয়,সম্পর্ক নষ্ট করা,বেইমানি করা,




মানুষ কিভাবে প্রতারিত হয়,



আমাদের আশেপাশে কিছু বোকা লোক বসবাস করে, তার সাথে কিছু লোভী খারাপ লোক ও আছে। যারা আশেপাশে থাকা লোকের ক্ষতি করে থাকে, প্রতিবেশীদের ভালো দেখতে পারে না। প্রতিবেশীদের নামে মিথ্যা গুজব ছড়ায় আর কটু কথা বলে এক জনের সাথে আরেক জনের সম্পর্ক নষ্ট করে থাকে।



অসহায় মানুষ, 


 এসব লোকের থেকেই প্রতিবেশীরা প্রতারিত হয় বেশি, আমাদের সমাজে অনেক লোক আছে যারা অন্যকে ঠকিয়ে নিজে ভালো থাকে। অসহায় মানুষ ঠকাতে ভালোবাসে আমাদের তাদের থেকে দূরে থাকতে হবে,কারন কিছু কিছু লোক সব সময় অন্যের ক্ষতি করার জন্য সুযোগ খোজে।আমাদের তাদের সেই সুযোগ দেওয়া যাবে না,আমাদের তাদের থেকে সতর্ক তরকা থাকতে হবে এবং তাদের সাথে চলাচল করা বাদ দিতে হবে।

তাদের থেকে দূরে দূরে থাকতে হবে এবং আমাদের গপন কোনো কথা তাদের বলা যাবে না।


কীভাবে বিপদের সময় সঠিক সিমান্ত নেওয়া,


আমাদের গোপন  কোনো সমস্যা সুযোগ ও তারা নিতে পারে আমাদের প্রতারনার হাত থেকে বাঁচতে  হবেঅন্যকে বুঝাতে হবে একজন প্রতারকমিথ্যাচারের থেকে কিভাবে দূরে থাকতে হবে।


তাহলে আমাদের সমাজ ভালো ও সুন্দর  ভাবে চলতে পারে।প্রতারক কখনো এটা ভাবে না একজনকে ঠকিয়ে কষ্ট দিয়ে সে ভালো থাকতে পারবেনা,কাউকে কষ্ট দিলে আল্লাহ কখনো তার ভালো করে না বরং প্রতারকমিথ্যাচার অন্যের যতোটা ক্ষতি করবে আল্লাহ  তার চেয়ে বেশি প্রতারিতো করবে প্রতারক কে।



Post a Comment

0 Comments